1. [email protected] : admins :
  2. [email protected] : Kanon Badsha : Kanon Badsha
  3. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  4. [email protected] : News Editir : News Editir
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

সিলেট নগরীর অলিতে-গলিতে অবৈধ অটো রিকশা দাপিয়ে বেড়াচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অলিগলিতে দাপিয়ে বেড়ানো অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও নগরজুড়ে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম যেনও কমছেই না কোনোভাবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ থেকে অভিযান চলমান থাকলেও অভিযান শেষে আবারও দেখা যায় অটোরিকশার হিড়িক।

নগরীর বিভিন্ন এলাকার মোড়ে, স্থানীয় বাজারগুলোতে এখন গড়ে উঠেছে অটো রিকশা স্ট্যান্ড, এসব স্ট্যান্ড থেকে অনেকে আবার বড় অংকের চাঁদা নিচ্ছে,
অনেকে আবার আমলাদের দোহাই দিয়ে ৩/৪ টি করে অটো রিকশা ভাড়ায় দিচ্ছে।
অপরদিকে প্রতিবন্ধীদের পুঁজি করে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে চলছে অটোরিকশার টোকেন ব্যবসা।

জনৈক এক ব্যাক্তি জানান সিলেট নগীর রাস্তায় বেপরোয়াভাবে অটো রিকশা চলাচল করলে রাস্তায় দাড়িয়ে গাড়ির জন্যে অপেক্ষা করতে ঝুকিঁ মনে হয়।অনেক সময় তো গা ঘেষে অটোরিকশা যায়। কখনো গাড়ি না পেলে অটো রিকশায় যেতে চাইলেও তারা অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে যা আমাদের অনেক ভোগান্তিতে ফেলে দেয়।

উচ্চ আদালতের নির্দেশ অমান্যের পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চলছে ব্যাটারিচালিত এসব রিকশা। নগরে বৈধ রিকশার তুলনায় ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা সংখ্যা অন্তত দশ গুণ বেশি। অনেক রিক্সার গ্যারেজে রয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। বিদ্যুতের ঘাটতির জন্যে এই অটো রিক্সা আর চোরা বিদ্যুৎ সংযোগকে দায়ী করছেন সচেতন মহলের লোকেরা । সচেতন মহলের দাবি যেসকল পাড়া মহল্লায় এসব অবৈধ রিকশা চলাচল করে, সেসকল অলি গলিতে পুলিশের অভিযান দেওয়ার প্রয়োজন, অটো রিকশার মালিকদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।

উল্লেখ্য যে, হাইকোর্টের নিষেধাজ্ঞা ২০১৮ সালে নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এই রায়ের বিরুদ্ধে পরবর্তী সময়ে উচ্চ আদালতে আপিল করে ব্যাটারিচালিত রিকশা মালিক সমিতি। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews