খান মেহেদী :- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্রদলের দু’গ্রুপের তিন দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২ আগস্ট) বিকেল পৌনে ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনে সংঘর্ষে জড়ানোরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল তাদের বার বার থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
News Editor
Leave a Reply