বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৭ জুলাই) মধ্য রাত পর্যন্ত সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
তবে লকডাউন চলাকালে বিশেষ কিছু জরুরি প্রয়োজনে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়া যাবে। সেজন্য অবশ্যই যুক্তিযুক্ত কারণ ও জরুরি প্রয়োজন হতে হবে।
বুধবার (৩০ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ব্যক্তিগত গাড়ি চলাচলের বিষয়ে বিধি-নিষেধ উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কাচাবাজার, রোগীদের ওষুধ কেনা, কোভিডের টিকা নিতে যাওয়া, কোভিডের টেস্ট করাতে যাওয়া-এসব ক্ষেত্রে কোভিডের মেসেজ দেখিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাইরে বের হতে পারবেন।’
ডিএমপি কমিশনার বলেন, ‘তবে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে যেতে হলে আমরা তাদের রিকশা ব্যবহারের অনুরোধ করবো। অন্যান্য সব জরুরি কাজে রিকশা ব্যবহার করা যাবে।’ কিন্তু পরিবার নিয়ে বাইরে ঘুরতে পার্কে যাওয়ার জন্য রিকশা ব্যবহার করা যাবে না বলেও তিনি জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা, যিনি নিজ প্রতিষ্ঠান থেকে যাতায়াতের সুবিধা পাবেন না, শুধুমাত্র তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।’