করোনা ভাইরাসের দ্রুত অবনতি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে জারি করা কঠোর বিধিনিষেধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এবারে ভরপাশার ইউনিয়নের চেয়ারম্যান ভিপি আশরাফুজ্জামান খান খোকন মাঠে নেমেছেন।
তিনি ভরপাশা ইউনিয়নের বিভিন্ন বাজারে দোকানে এবং রাস্তায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণের সাথে সাথে বিধিনিষেধ মেনে চলার জন্য আহব্বান জানিয়েছেন।
চেয়ারম্যান ভিপি আশরাফুজ্জামান খান খোকন এসময় বলেন, বর্তমানে সারাদেশে করোনা সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে চলেছে করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হওয়ার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। চলমান কর্মসূচির বাস্তবায়নের জন্য আমার এলাকার জনগণের মধ্যে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা তৈরির জন্য আমার এই উদ্যোগ।
#ভীড়ে নয় নীড়ে থাকুন
#সরকারের বিধিনিষেধ মেনে চলুল
অতি জরুলি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।