বাংলাদেশের সনামধন্য অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত তারুণ্য এর ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট দেশসেরা তরুণ উদ্যোক্তা ও ইয়ুথ লিডার মোঃশাহবাজ মিঞা শোভন কোভিড -১৯ এর সংকটকালীন সময় সর্বদা দিন রাত কাজ করেছেন।গত বছরের মার্চ মাস থেকে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার বিতরন,অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, সেহরী ও ইফতার বিতরন, ঈদ উপহার সামগ্রী বিতরন, অভুক্ত বেওয়ারিশ কুকুরদের খাবার ও চিকিৎসা করানো,আম্পান ও ইয়াশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো,রক্ত, প্লাজমা,অক্সিজেন সার্ভিস, ফ্রি হোম ডেলিভারি সার্ভিস, শীত বস্ত্র বিতরন, এবং বিভন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও ব্যাতিক্রমী সব মানবসেবামূলক কাজ করে করোনা উপসর্গ নিয়ে ভীষন অসুস্থ হয়ে পড়েছেন।জ্বর, মাথা ব্যাথা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ নিয়ে তিনি গতকালকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে তার নমুনা প্রদান করেন।তার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাগ্রত তারুণ্যের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন ইউনিটে তার আরোগ্য কামনার জন্য আজকে জুম্মার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করেন।জাগ্রত তারুণ্য এর পক্ষ থেকে আজকে গৌরনদী, আগৈলঝাড়া, চরাদী ইউনিয়ন ইউনিট, বাকেরগঞ্জ,ফুলবাড়িয়া, ময়মনসিংহ, চরবাড়িয়া,বরিশাল সদর উপজেলা ইউনিট সহ বিভিন্ন এলাকায় জাগ্রত তারুণ্যের সদস্যদের উদ্দোগে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়। বাকেরগঞ্জের চরাদী ইউনিয়ন ইউনিটের সভাপতি আরিফুর রহমান জয় জানান “করোনায় যে মানুষটি ছিলো সদা জাগ্রত। অসহায় মানুষদের খাবার বিতরন, জরুরী প্রয়োজনে রক্ত, অক্সিজেন ও ত্রানবিতরনসহ নানা ইতিবাচক কাজের সাথে যে যুক্ত ছিলো সেই জাগ্রত তারুণ্যের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃশাহবাজ মিঞা শোভন ভাই নিজেই এখন করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ। আজকে জুম্মাবাদ তাই আমরা নিজ উদ্যোগে চরাদীতে জুম্মার পর বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করেছি এবং অসহায় মানুষের জন্য দুপুরের খাবার খাইয়েছি।” জাগ্রত তারুণ্য বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সহ-সভাপতি রাব্বি হাসান জানান “শোভান ভাইয়া করোনা মহামারীর প্রথম থেকে সবসময় অসহায় মানুষদের পাশে আছেন। তার আরোগ্য কামনা করছি”২নং চরাদী ইউনিয়ন ইউনিটের জয়, গৌরনদী উপজেলা ইউনিটের রনি ও লিমন, আগৈলঝাড়া উপজেলা ইউনিটের সালিহিন বরিশাল জেলা ইউনিটের সিফাত, বরিশাল সদর উপজেলা ইউনিটের মেহেদী,ফুলবাড়িয়া, ময়মনসিংহ ইউনিটের জাহাঙ্গীর, ঢাকা মহানগর ইউনিটের তানভীর, রুমান, মাহফুজ,জায়েদ সহ অনেকেই শোভনের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।