1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

বিএনপির নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে ইসিতে যুবলীগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

সময় এক্সপ্রেস নিউজ ডেক্স :- বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি আন্তর্জাতিক মহলে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা পেয়েছে উল্লেখ করে দলটির নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে।

পরে মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তারই উত্তরসূরি তারেক রহমান ও তার মায়ের (খালেদা জিয়া) নেতৃত্বে যে সংগঠন (বিএনপি) পরিচালিত হচ্ছে এর নেতাকর্মীরা বাংলাদেশে হরতাল অবরোধের নামে সন্ত্রাসী কায়দায় জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে।

 

তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে। তারেকের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র।

জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি তারেককে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে যুবলীগ। নিখিল বলেন, বিএনপির রাজনীতি যতদিন থাকবে দেশে সন্ত্রাসের রাজনীতিও ততদিন থাকবে।

যুবলীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তারেক রহমান একজন দন্ডপ্রাপ্ত আসামি, তাই তাকে ফিরিয়ে এনে মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেটা কার্যকর করা হোক। বিএনপির রাজনীতি যতদিন থাকবে ততদিন তারা দেশ ধ্বংসের চক্রান্ত করবে। ততদিনই তারা হত্যা, পেট্রোল বোমা হামলা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করতেই থাকবে।

তিনি বলেন, দেশের যুবসমাজ, ছাত্রসমাজ এবং সর্বস্তরের জনগণ মনে করে বিএনপি নামের সন্ত্রাসী সংগঠনের বিচরণ বেশিদিন বাংলার মাটিতে থাকা উচিৎ নয়। আমরা বিএনপির নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের জোর দাবি করছি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews