গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি:- ডেঙ্গু প্রতিরোধে গোসাইরহাটে লিফলেট বিতরণ
পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ হবে ডেঙ্গুর বিস্তার” এই স্লোগানে জন সচেতনতা ও লিফলেট বিতরণ করেছেন গোসাইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগন।(১০-আগস্ট)বৃহস্পতিবার বিকেল ৪টায় স্থানীয় দাশের জঙ্গল বাজারে ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাপড় পট্রি, স্বর্ণকার পট্রী, ফলপট্রি, মাছবাজার , কাঁচাবাজার, বাজারে ও বাসস্টান্ড সহ বিভিন্ন আলিগলিতে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাও লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ৯টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। সম্প্রতি দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গুর ভয়াবহতা থেকে জনসাধারণকে সচেতন করতে তারা এই কার্যক্রম শুরু করেছেন বলে জানান। মূলত এডিস মশা কামড় দিলে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। মশার প্রজনন স্থান যেমন ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে।
ডেঙ্গু প্রতিরোধ করণীয় বিষয় গোসাইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল আউয়াল সরদার বলেন, ফুলের টব, ডাব ও নারিকেলের খোসা, পাস্টিক পাত্র, ভাঙ্গা হাড়ি/পাতিল, এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দিবেন না। বাসার বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত পরিষ্কার করুন। অন্তত সপ্তাহে একদিন বসত বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করুন।এডিস মশা দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার করুন। ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা প্রচুর পরিমাণে তরল খাবার বা পর্যাপ্ত পানি গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ । ঘুমানোর সময় এমন পোশাক পরবেন না যাতে আপনার হাত-পা উন্মুক্ত থাকে।
মো.সাহেদ আহমেদ
গোসাইরহাট প্রতিনিধি
মোবাইল.০১৭১১০০৮৬৭৩.
Leave a Reply