1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলার নামে সড়ক নির্মাণ

  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

জিয়াউল হক,বাকেরগঞ্জ বরিশাল:-  বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলার নামে একটি সড়কের নামকরন করা হয়েছে। সড়কটি গত ৭ আগষ্ট আনুষ্ঠানিকভাবে উম্মোচন করেছেন স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রতনা আমিন। হর্ষ বর্ধন শ্রীংলা ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ছিলেন।

জানা গেছে, কলসকাঠী ইউনিয়ন বাকেরগঞ্জ তথা দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহি এলাকা। ব্রিটিশ শাসনমালে ১৪ জমিদার পরিবার ছিল এই ইউনিয়নে। জমিদার বাড়িগুলো এখনও ইউনিয়নের ঐতিহ্যবহন করে। ইউনিয়নের বেবাজ গ্রামে রয়েছে গান্ধী সেবাশ্রম।

হানাদার বাহিনী সেবাশ্রমে হামলা এবং কলসকাঠী খালপাড়ে দাঁড় করিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে একসঙ্গে ৩৬০ জন মানুষ যার মধ্যে অধিকাংশই ছিল হিন্দু তাদের ব্রাশফায়ার করে হত্যা করেছিল। এসব কারনে কসলকাঠী মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ন স্মৃতিবহন করে। গান্ধী সেবাশ্রম এবং গনহত্যার স্থান স্বচোখে দেখতে তৎকালীন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা ২০১৬ সালে কলসকাঠী সফর করেছিলেন।

বাকেরগঞ্জ রতনা আমিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিপ্লব মিত্র বলেন, শ্রীংলার সেই সফর এখনও কলসকাঠীবাসীর মনে ভাসছে। তিনি গ্রামের ব্যবহার অনুপযোগী আধাপাকা ও কাঁচা সড়ক হেটে একাত্তরে স্মৃতিবিজরিত স্থানগুলো পরিদর্শন করেন।

সাবেক এমপি ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান এমবিএম রূহুল আমিন হাওলাদার বলেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। সাবেক রাষ্ট্রদুূত হর্ষ বর্ধন কয়েক বছর আগে কলসকাঠী সফরে এসে আমাদের গর্বিত করেছিলেন। তার সেই ঐতিহাসিক সফরকে স্মরনীয় করে রাখতে কলসকাঠী ইউনিয়নে নবনির্মিত প্রায় ৩ কিলোমিটার একটি সড়ক হর্ষ বর্ধন শ্রীংলা’র নামে করা হয়েছে।

কলসকাঠী স্থানীয় বাসিন্দা সোহেল হাওলাদার জানান,
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের এই সড়কটি এই অঞ্চলের মানুষের চরম দুর্ভোগ ছিল দীর্ঘদিনের। আমাদের এলাকায় বাণিজ্যিকভাবে শতাধিক ইটভাটা গড়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সড়ক দিয়ে মানুষ আসেন ইট ক্রায় করতে। সড়কটিতে বছরের পর বছর যানবাহন চলাচল বন্ধ ছিল। বিশেষ করে এই সড়কটি ভাঙ্গা থাকায় এই ইউনিয়নে আইন-শৃঙ্খলার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে ইউনিয়ন বাসি। কলসকাঠী প্রাচীন বন্দরে তিন বছর আগেও গভীর রাতে তিন ঘন্টা ব্যাপী প্রকাশ্যে বাজারে স্বর্ণের দোকানগুলো ডাকাতি হয়। সড়কে যোগাযোগ ব্যবস্থা না থাকায় তখন থানা পুলিশ আসতে পারেনি। সড়কটি নির্মাণ হলেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বাণিজ্যিক ভাবেও মানুষের জীবন মান উন্নয়ন হবে।

এলজিইডি সুত্র জানিয়েছে, ডিঙ্গামানিক গ্রাম থেকে শুরু হযে গান্ধী সেবাশ্রম হয়ে কলসকাঠী বাজার সড়কে গিয়ে মিলেছে নবনির্মিত হর্ষ বর্ধন শ্রীংলা সড়ক। এটির দৈর্ঘ্য ২ হাজার ৭৪০ মিটার। সড়কটি নির্মানে ব্যয় হয়েছে ২ কোটি ১১ লাখ ৩২ হাজার ৩৩৯ টাকা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews