গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:- শরীয়তপুর তিন আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি কর্তৃক ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯-আগস্ট) দুপুর ১২টায় গোসাইরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাহিম রাজ্জাক এমপি।এসময় এসময় এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।এরপরে তিনি অসহায় হতদারিদ্রের মাঝে ঢেউটিন ও চেক তুলে দেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট পৌরসভা মেয়র আবদুল আউয়াল সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বীর মুক্তিযোদ্ধা আবদুর রব সরদার. গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.আসলাম সিকদার।
উপজেলা আওয়ামালীগের সভাপতি শাজাহান সিকদার,সাধারন সম্পাদক লিটন দেওয়ান। কোদালপুর ইউনিয়ন চেয়ারম্যান এস এম মিজানুর রহমান,নলমুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজুর রহমান সহ অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ। এবং গোসাইরহাট পৌরসভার নির্বাচিত কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার ৩৭জন অসহায় ও দুঃস্থদের মাঝে প্রতিটি পরিবারকে ২ ব্যান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়।
News Editor
Leave a Reply