মোনায়েম খান (খোকন)বাকেরগঞ্জ বরিশাল:-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই সহোদরকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
১৮ আগস্ট (শনিবার) সকাল সাড়ে আটটার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডে ভরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আনোয়ার হোসেনের দুই পুত্র রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। এ সময় হামলাকারীরা তাদের সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রফিকুলের শারীরিক অবস্থা ক্রমশে মুমূর্ষ হলে শেবাচিম থেকে তাকে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
আহতদের ভাই শহিদুল হাওলাদার জানায়, দীর্ঘদিন ধরে আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয় প্রতিবেশী কদম আলীর ছেলে রশিদ ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। দীর্ঘদিন যাবত রশিদ ও তার পরিবারের সদস্যরা আমাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। এখনো কিছু জমি জবর দখল করার চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন সময় জমি দখল করতে আমার ভাই রফিকুল ও শফিকুল সহ আমাদের পরিবারকে ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দিয়ে আসছে রশিদ হাওলাদার। এরই জের ধরে আজ শনিবার সকালে রশিদের নির্দেশে তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী মকবুলের ছেলে কুদ্দুস ও কুদ্দুসের ছেলে খায়রুল সহ তাদের সহযোগী শামীম, কামরুল ও অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ভাইদের উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইননগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply