রাজশাহী প্রতিনিধি :রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম তাজুল ইসলাম মোঃ ফারুকের পুত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গতকাল শনিবার (১৯ আগস্ট) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা সহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
গণমাধ্যমে প্রেরিত শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস গতকাল শনিবার (১৯ আগস্ট) বিকাল আনুমানিক ৩টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বদরুল ইসলাম তাপস এর প্রথম জানাযা নামাজ শনিবার বাদ মাগরিব নগরীর ফিশারিজ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
News Editor
Leave a Reply