1. adnan210.net@gmail.com : Kanon Badsha : Kanon Badsha
  2. themesbazar@gmail.com : theam bazar : theam bazar
  3. khanmdmahadi29@gmail.com : Khan Md mahadi : Khan Md mahadi
  4. somoyexpressnews@gmail.com : নাঈম সজল : নাঈম সজল
  5. Kanonbd1@gmail.com : নিউজ ডেষ্ক : সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক
  6. raytahost@gmail.com : theam 2022 : theam 2022
সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
আকাশ সেনের গানে তৃষ্ণা-হান্নান শাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ বাসীর নির্ভরতার স্থান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ ঝন্টু বরিশাল নগরীর শীতলা খোলা এলাকায় (তুষারের)সন্ত্রাসী কর্মকান্ড থামছে না ?      প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সেনবাগে সেচ্ছাসেবক লীগের মটর শোডাউন গৃহিণী থেকে নগরমাতা আওয়ামী লীগ রুখতে পারলেন না জাহাঙ্গীরকে- গাজীপুরের ‘নগরমাতা’ জায়েদা খাতুন মায়ের বিজয়ের পর যা বললেন জাহাঙ্গীর আলম গাজিপুর সিটি নির্বাচন-৪৫০ কেন্দ্রের ফলাফলে জায়েদা খাতুন ২০ হাজার ভোটে এগিয়ে গাজীপুর সিটি নির্বাচন-৪২৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেবিল ঘড়ি গাজিপুরে নৌকার ভরাডূবির শঙ্কা

আমার রক্তে শিল্প-সংস্কৃতি মিশে আছে : কেয়া মনি

সময়ের মাল্টি ট্যালেন্ট জনপ্রিয় অভিনেত্রী কেয়া মনি। মিষ্টি চেহারার অধিকারী এই অভিনেত্রীর শোবিজের শুরুটা শিশুশিল্পী হিসেবে। শৈশবই তার নাচ, গান, চিত্রাংকন ও অভিনয়ের হাতেখড়ি। যুক্ত ছিলেন থিয়েটারেও। পাশাপাশি তার লেখালেখির হাতটাও ভীষণ ভালো৷ থেমে নেই কেয়া মনি। অভিনয়ের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়াশোনাও। বর্তমানে এলএলবি করছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী ঈশান থ্রি পিচ নামের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন নির্মাতা আবুল কালাম আজাদ। শীঘ্রই এটি প্রচারে আসবে। এছাড়াও বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন কেয়া মনি। ছোটপর্দার নিয়মিত অভিনয়শিল্পীদের তালিকায় ক-বিভাগে নিজের নামের জায়গাটাও পাকা-পোক্ত করেছেন তিনি। তার শুরুটা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আনন্দ মেলায় শিশু শিল্পী হিসেবে। এরপর পড়াশোনার পাশাপাশি নিয়মিত কাজ করেছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও অভিনয় জগৎ নিয়ে কেয়া মনি বলেন, আমি চির চঞ্চল, চির চলমান। অবস্থানে কিংবা অস্তিত্বে কোথাও আমি স্থবির নই। এগিড়ে চলার সভ্যতায় আমার জন্ম আর নিজেকে বদলে উপযুক্ত অভিনয়শিল্পী হিসেবে গড়ে তোলার সাধনায় আমার জীবন। নিত্য নতুন রুপে আবিস্কার করছি আমার ভেতরের আমিটাকে। আমি কভু শান্ত, কভু অশান্ত, দারুণ সেচ্ছাচারী। যারা নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে শ্রম দেয় না, নিজেকে বদলায় না, নিজেকে তৈরি করতে জানে না তারা স্থবির। তারা মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকে। আমি তাদের দলে নই। শিল্প-সংস্কৃতি আমার রক্তে মিশে আছে। শোবিজে থেকে ফিরে যেতে নয়, বরং নিজেকে উপযুক্ত তৈরি করে টিকে থাকতে চাই। বাকিটা মহান আল্লাহ পাকের ইচ্ছা। বর্তমানে বিভিন্ন চ্যানেলে আমার বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। কেয়া মনির কাজের সংখ্যার তালিকাটা বেশ লম্বা। এর মধ্যে একক নাটক হচ্ছে- মেনু কার্ড, সিনিয়র গার্লফ্রেন্ড, ভালবাসার মায়াজাল, প্যাচগী বাবুল, স্বাধীনতার পঞ্চাশ বছর, গোপন বউ, আজব বউ, অবাক প্রেম, ভুতু ময়রার গুপ্তধন, তুমি আমার জানেমান, অনুশোচনা, রাজনীতি, জোনাকি জ্বলে, সিনিয়র জুনিয়র, ছেলেটি সত্যিই এসেছিল, বিদেশ ফেরত, A day without phone, আমি যে কে তোমার ইত্যাদি। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে চাটাম ঘর, ভিলেজ হট্টগোল, তোমার গল্পে আমি, আশায় বশতি, বেমানান, মায়া মসনদ ও জমিদার বাড়ি ইত্যাদি। বেশকিছু বিজ্ঞাপন, ওভিসি এবং বেশ কিছু স্বাস্থ্য সচেতনতামূলক ডকুমেন্টারিতে কাজ করেছেন তিনি। কেয়া মনি বলেন, নিজেকে আমি আরও দক্ষ অভিনেত্রী হিসেবে তৈরি করতে চাই। ভালো গল্প ও কাজের প্রতি আমার দুর্বলতা অনেক। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সামনের পথগুলো যেন সহজ হয় এবং সকলকে আগামী দিনে আরো ভালো কাজ উপহার দিতে পারি। দেশের মানুষের ভালবাসা ও দোয়া থাকলে আমি একজন সু-দক্ষ অভিনয়শিল্পী হয়ে আমার স্বপ্নের উচ্চতায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2022 somoyexpress.news
Customized By BlogTheme