1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ অপরাহ্ন

গোসাইরহাট নাগেরপাড়ায় মাঝরাতে ফের বোমা বিস্ফোরণ’

  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:- শেষ রাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল বাড়িঘর উড়ে গেলো ঘরের টিনের চাল এলোমেলো হয়ে গেল ঘুরে আসবাবপত্র।
শরীয়তপুর গোসাইরহাটের নাগেরপাড়ায় বসতবাড়ির ভিতরে শক্তিশালী বোমা বিষ্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ঘরের খাট আলমারি এবং বেড়া ও টিনের চাল উড়ে আরেকঘরে ছিটকে পড়ে। বোমার আঘাতে ভেঙ্গে গেছে ঘরে থাকা আসবাবপত্র ও ফার্নিচার। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (২৩-আগস্ট) ভোর সাড়ে ৩ টার দিকে এই নাগেরপাড়া গ্রামের আবুল ইোসেনের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আবুল হোসেন বলেন(৫৫), হঠাৎ আজ ভোর সাড়ে ৩ টার দিকে আমার ঘরে ভিতরে আমার ঘরে কয়েকজন যুবক
রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় ছিলাম এমন সময় মুখোশ পড়া কয়েকজন যুবক পিছনের দর্জা ভেঙ্গে ঘরে ঢুকে আমার গলায় অস্ত্রধরে বলে ছেলে আবজাল কোথায় আমি বললাম ও বাড়িতে নেই বলার সাথেই হাতে থাকা বোমা নিক্ষেপ করে এবং বিকট শব্দ হয় মুহুর্তের মধ্যে ঘরের টিনের বেড়া চাল উড়ে যায় ঘরে ধুয়ায় ভরে যায় এসময় তারা পালিয়ে যায়। বোমা বিস্ফোরিত হওয়ায় বিকট শব্দেখ আশেপাশে আতঙ্কের সৃষ্টি হয়। লোকজন ছুটি আসে।

ঘরের মালিক আবুল সরদারের স্ত্রী নাসিমা বেগম(৪৫) বলেন, তারা এই ঘরে ঘুমিয়ে ছিলেন তখন রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ কয়েকজন যুইক ঘরের পিছনের দর্জা ভেঙ্গে ঘরে ঢুকে আমার ছেলেকে খুঁজতে থাকে এবং না পেয়ে হাত থেকে বোমা নিক্ষেপ করে।এসময় ঘরের ভিতর থাকা আসবাবপত্র ও টিনের বেড়া চাল উড়ে যায় এবং প্রচন্ড ধুয়ায় অন্ধতার হয়ে যায় তখন তারা পালিয়ে যায়।

বাড়ির প্রতিবেশি নুরজাহান বেগম(৪২) বলেন, আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। সেই সময় হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি দারিদিকে ধোঁয়া। আর বারুদের গন্ধ। বুঝে যাই যে বোমা ফেটেছে বোমা শক্তিশালী এবং বিকট শব্দ হওয়ায় গোয়ালে থাকা  গরুগুলি ছুটাছুটি করতে থাকে, তাদের ঘরের টিনের চাল আমাদের ঘরে উড়ে এসে পড়ে।

বোমা বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার জানান, বুধবার ভোর ৪টার দিকে ওই গ্রামের মৃত ফজলে করিম সরদারের ছোট ছেলে মো. আবুল হোসেন সরদারের টিনের বসত ঘরের পেছনের বারান্দায় ভেতরে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান ৷ তিনি আরও বলেন, বিস্ফোরণকালে আবুল হোসেন সরদার তার স্ত্রী-সন্তানরা ঘরের সামনের বারান্দায় ছিল। ফলে কেউ হতাহত হয়নি। এই ব্যাপারে তদন্ত চলমান আছে৷ তদন্ত সাপেক্ষে আইনের ব্যাবস্থা আনা হবে৷

মো. সাহেদ আহমেদ
গোসাইরহাট প্রতিনিধি
মোবাইল ,০১৭১১-০০৮৬৭৩

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews