নিজস্ব প্রতিবেদক :- গত মঙ্গলবার,২২শে আগষ্ট’২০২৩ইং বিকাল ৫টায়। জাতীয় প্রেসক্লাবের সামনে,নিরাপদ চিকিৎসা চাই ও (সহযোগীতায়) ডেঙ্গু প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত মানব বন্ধন।
ভুল চিকিৎসার কারনে মানুষের মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে এর প্রতিকার ও প্রতিরোধ চাই।
উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ চিকিৎসা চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুবরাজ খান,
প্রধান অতিথি ক্যাট সভাপতি,ডেঙ্গু প্রতিরোধ কমিটি সভাপতি ও নিরাপদ চিকিৎসা চাই এর প্রধান উপদেষ্টা আলী নিয়ামত, নিচিচার সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন শিপলু
সঞ্চালনায় নিচিচার সিনিয়র ভাইস চেয়ারম্যান জমসেদ আলী খান কিরন, আরো বক্তব্য রাখেন নিচিচার প্রতিষ্ঠাতা মহাসচিব উন্মে সালমা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রাইসুল ইসলাম লিটন,বিশেষ অতিথি রোকন উদ্দিন পাঠান,বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব সফিকুল ইসলাম,হাফেজ এনামুল হক, উপস্থিত ছিলেন নিচিচার রাজা, নিচিচার কার্য্যকরি সদস্য রবিন্দ্র রাজু, ক্যাট সংঘঠক, নিচিচা ও ডেঙ্গু প্রতিরোধ কমিটির সমন্বয়ক সাংবাদিক মুক্তা মিয়া,ঢাকা মহানগর দক্ষিনের কার্য্যকরি সদস্য নাঈমূল হাসান প্রমূখ।
Leave a Reply