নিজ প্রতিবেদক:-বরিশাল বাকেরগঞ্জ এর কবাই ইউনিয়নের মাছুয়াখালী শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে র মাঠে এক বিরাট আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১৫ দিনব্যাপী ১০ দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয় এ থেকে দুটি দল ফাইনালে ওঠে এ দুটি দলের নাম হলো মাছুয়াখালী ইয়ংস্টার ও উত্তর নলুয়া কিংস্টার এই দুটি দল ফাইনালে খেলে জয়লাভ করে মাছুয়াখালী ইয়াংস্টার এই খেলা কমিটি ছিল ১তাজ আদনান২ মিলন শীল ৩ নাঈমুল হাসান ৪ নুর আলম খান এই খেলায় আম্পেয়ারের দায়িত্ব পালন করেন রাজু শিকদার ও নাঈম ধারাভাষ্য হিসেবে ছিলেন মোহাম্মদ লাভলু সিকদার । ও আরো জনগণের সহায়ত ায় এই খেলা এগিয়ে নিয়ে যায় এই খেলার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হানুয়া মতি জান মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান সাংবাদিক হৃদয় শিকদার। আওলাদ সালাম। আলী সরদার, জাফর গাজী, মোহাম্মদ রিপন। এরা পুরস্কার বিতরণ করেন। ও তারা বক্তৃতা দেন বক্তৃতায় মোঃ সিদ্দিকুর রহমান বলেন আমাদের এই সমাজকে এগিয়ে নিতে হলে খেলাধুলা দরকার আর এভাবে এতে জড়তা কাটে এবং সাংবাদিক হৃদয় শিকদার বলেন খেলাধুল প্রতিভা বিকাশ করে ও লেখাপড়ার পাশাপাশি খেলাধুল া মন ভালো রাখে ও খেলাধুলার দুই দল
এর পক্ষ থেকে সাপোর্টার রা মাঠে এসে খেলোয়ারদের উৎসাহিত করেছে এবং ব্যাপক দর্শক মাঠে আশেপাশে দেখা গেছে