এম এ আউয়াল: টিকা দেয়া হলোনা সেনবাগের বক্সিরহাটের দুই ব্যবসায়ীর। ফেনী – নোয়াখালী মহাসড়কের দীনেশগন্জ নামক স্হানে দ্রুতগামী জোনাকি পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ীর কেড়ে নিলো প্রাণ। এ সময় আইয়ুব খান (৪৭) গুরুত্বর আহত হয়ে একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন । নিহত ওমর ফারুক (৪৫) ও একরাম হোসেন মিশু (৩০) সেনবাগের বক্সিরহাট বাজারের বস্ত্র ব্যবসায়ী। তারা আপন মামা ভাগিনা।তাদের দুইজনের বাড়ী সেনবাগের সীমান্তবর্তী রফিকপুরে। নিহতের নিকটাত্মীয় জাহাঙ্গীর জানান,সোমবার দুপুরে বক্সিরহাট থেকে দুই মামা ভাগিনা মিশুকে নিয়ে নিজের মোটরসাইকেল চড়ে বেগমগঞ্জ যাচ্চিলেন কোভিড -১৯ টিকা দিতে।
দীনেশগন্জে পৌছা মাত্র লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী জোনাকি পরিবহনের চাপায় মোটরসাইকেল টি দুমড়ে মুছড়ে যায়। গুরুত্বর আহত অবস্হায় স্হানীয় লোকজন মামা ভাগিনাকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে দুইজনের মৃত্যু ঘটে।ব্যবসায়ী মামা ভাগিনার মৃত্যুতে বক্সিরহাট বাজারের দোকানি ও নিহতদের আত্মীয় স্বজন সহ রফিকপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। সোমবার দুপুরে হাইওয়ে পুলিশ জোনাকি পরিবহন ও মোটরসাইকেল টি জব্দ করেছে।