এম এ আউয়াল : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগে অনুর্ধ্ব ৫০ ফুটবল
টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।টান টান উত্তেজনায় ট্রাইবেকারে আজিজপুর একাদশ মহিদীপুর একাদশকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।হাজ্বী বাহার উল্যা স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মিজান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও কামাল উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলমের সহধর্মিনী বিলকিস নাহার আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি অভিনেতা মিশা সওদাগর,সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগ্যান।
দুপুর সাড়ে ৩ টায় স্হানীয় মাঠে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিলকিস নাহার আলম, মিশা সওদাগর ও প্রধান পৃষ্ঠপোষক মো: মিজান উদ্দিন চৌধুরী।
টান টান উত্তেজনায় খেলায় মহিদীপুর একাদশ ও আজিজপুর একাদশ ৯০ মিনিটে ১-১ গোলে ড্র করে।পরে অতিরিক্ত ২০ মিনিটে দুটি দল গোল করতে ব্যর্থ হলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়।ট্রাইবেকারে আজিজপুর একাদশ ৪-১ গোলে মহিদীপুর একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। এ সময় হাজার হাজার দর্শক – ক্রীড়ানুরাগীদের করতালি এবং বাদ্যযন্ত্রের ছন্দতালে আয়োজক সহ নবীন প্রবিন খেলোয়াড়দেরকে স্মরণীয় করে তোলে।
সিনিয়র সাংবাদিক এম এ আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠানে চ্যানেল ৭১,আরটিভি, মোহনাটিভি,নোয়াখালীটিভি সহ স্হানীয় গনমাধ্যমকর্মীদের উপস্হিতি ও ধারা ভাষ্যকারের ছন্দময় উপস্থাপনা অনুষ্ঠান কে প্রানবন্ত করে তোলে ।
টুর্ণামেন্টের খেলা উপভোগ করতে মাঠের চারপাশে তিল ধরনের ঠাই ছিলোনা।শেষ পর্যন্ত বিল্ডিংয়ের ছাদে ও অবস্হান নেন ক্রীড়াপ্রেমীরা। প্রায় ১০ সহস্রাধিক নারী পুরুষ জমজমাট খেলাটি উপভোগ করেন।
খেলার প্রধান পৃষ্ঠপোষক মরহুম হাজ্বী বাহার উল্যার কনিষ্ঠ পুত্র মো: মিজান উদ্দিন চৌধুরী সময় এক্সপ্রেস নিউজ কে জানান,আগামীর পথ চলায় খেলাধূলা ছাড়াও পূর্বের ন্যায় তিনি দু:স্হ অসহায় নারী, শিশু ও পুরুষের মানবিক কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ পুলিশ বাহিনী, গ্রাম পুলিশ সহ আয়োজক কমিটির শতাধিক স্বেচ্ছাসেবক শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।