নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জ উপজেলায় দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে প্রধান শিক্ষকের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. জাবের হাওলাদারের (১৬) মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) রাতে আহত ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে নেওয়ার পথে আমতলার মোড় পৌঁছালে অ্যাম্বুলেন্স এর মধ্যে সে মারা যায়।
শিক্ষার্থী মো. জাবের হাওলাদার গোমা গ্রামের কালাম হাওলাদারে পুত্র। শিক্ষার্থীর মৃতুর ঘটনায় জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লা পলাতক রয়েছেন।
জানা যায়, গত ১৪ আগস্ট বেশকিছু শিক্ষার্থীরা স্কুলের দোতলায় উচ্চ শব্দে গান বাজিয়ে পিকনিক করছিল। আশেপাশের লোকজন অভিযোগ করলে সে সময় প্রধান শিক্ষক লাঠি নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করেন। এ সময় ভয়ে জাবের লাফ দিয়ে নিচে পড়লে প্রধান শিক্ষক তাকে বেত্রাঘাত করেন। সে সময় জাবের অসুস্থ হয়ে পড়লে প্রধান শিক্ষক তাকে শেরে বাংলা মেডিকেলে ভর্তি করান। চিকিৎসকরা এক সপ্তাহ পর জাবেরকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দিলে গতকাল রবিবার তাকে বাসায় আনা হয়। কিন্তু রাতের দিকে সে আবার অসুস্থ হয়ে পড়ে। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়
News Editor
Leave a Reply