এম এ আউয়াল : নোয়াখালীর সেনবাগে পুলিশ অভিযান চালিয়ে ৪০পিস ফেনসিডিল পেশাদার দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামীদের হেফাজত থেকে একটি অটো রিক্সা জব্দ করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া এলাকার মো: কামাল হোসেনের ছেলে মো: পিয়াস হোসেন ওরপে পারভেজ (২৪) ও সোনাইমুড়ী উপজেলার রাজিবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো: নোমান (৩০)।
শুক্রবার দিবাগত রাতে নোয়াখালী মহাসড়কের ভূঁঞার দীঘি রাস্তার মাথায় এসআই বদিউল আলমের নেতৃত্বে পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে।এ ঘটনায় সেনবাগ থানায় মাদক আইনে মামলা হয়েছে। সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী সময়এক্সপ্রেস নিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।