পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের নেতা ইমরান খানকে গ্রেফতার বেআইনি ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।একইসঙ্গে, অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটের পর ইমরান খানকে হাজির করা হয়। শুনানি শুরু হলে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল ইমরান খানকে উদ্দেশ করে বলেন, আপনাকে দেখে ভালো লাগলো। আমরা বিশ্বাস করি, ইমরান খানের গ্রেফতার বেআইনি ছিল।
শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, আদালত আজ উপযুক্ত আদেশ দেবে। এই বিষয়ে আদালত বেশ সতর্ক রয়েছে। শুনানি শেষে প্রধান বিচারপতি ইমরানকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
তবে যে মামলায় ইমরানকে গ্রেফতার দেখানো হয়েছিল, আগামীকাল অর্থাৎ শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে আবারও তার শুনানির নির্দেশ দেন প্রধান বিচারপতি।
এদিকে ইমরান খানের মুক্তির নির্দেশে খুশি হতে পারেনি দেশটির সরকার।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সংবাদ সম্মেলনে আদালতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে বলেছেন, পিএমএল-এন নেতাদের সঙ্গে ইমরান খানের মতো আচরণ করা হয় না। তিনি প্রশ্ন করেছেন, কেন পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ এবং আরও কয়েকজন নেতার সঙ্গে এমন বিচার করা হয়নি।
ইমরানের গ্রেফতার বেআইনি ঘোষণা করায় সিজেপি বান্দিয়ালের সমালোচনা করে পিএমএল-এন’র প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ বলেছেন, একজন ‘অপরাধী’কে মুক্তি দিতে পেরে প্রধান বিচারপতি খুব খুশি।