নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ :- বাকেরগঞ্জ কলসকাঠী দক্ষিণ সাদিশ অবৈধভাবে প্রতিনিয়ত চলছে ভেকু দিয়ে সরকারি মাটি চুরি, দক্ষিণ সাদিশ গ্রামটি কলসকাঠী ইউনিয়নের মানচিত্র থেকে ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে, অবৈধ ভাবে দিনের আলোতে কিংবা রাতের আঁধারে সরকারি খাস জমির মাটি ভেকু দিয়ে মাটি কাটার মহা উৎসব চলছে।
মাটি কাটার ফলে প্রতিবছর নদী ভাঙ্গন হয়, ফসলি জমি, ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে ভূমিহীন হচ্ছে অনেক পরিবার, ভুমি খেকোদের প্রতিহত করতে না পারলে অদূর ভবিষ্যতে দক্ষিণ সাদিশ গ্রামটি হদিস পাওয়া যাবে না।
এভাবে বিগত কয়েক বছর ধরে মাটি কাটার ফলে অনেক পরিবারের বসত বাড়ি ফসলের জমি ও সরকারী খাস জমির মাটি রাতের আঁধারে ও দিনের আলোতে ভেকু দিয়ে মাটি কাটায় নিঃস্ব হয়ে পড়েছে শত শত পরিবার,
বিভিন্ন নিউজ ও টিভি চ্যানেলে ভিডিও সংবাদ প্রকাশিত হয় কিন্তু মাটি কাটা বন্ধ হয় না বলে জানায় এলাকাবাসি, সেখানে কি ভাবে নতুন করে কার দাপটে পূর্ণ শক্তি নিয়ে আবার মাটি কাটা শুরু করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দক্ষিণ সাদিশের এলাকা বাসি।
অত্র এলাকার জনপ্রতিনিধি ও চেয়ারম্যান মহোদয়ের কঠোর ভূমিকা রাখার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
ভূমিখেকোদের প্রতিহত করণে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সেই আশায় দক্ষিণ সাদিশের সর্বস্তরের জনগণ।
Leave a Reply