ঢাকা ও বরিশালে বাকেরগঞ্জবাসীর জন্য মেহমানখানার ব্যবস্থা করলেন প্রযুক্তিবিদ মোঃ শাহবাজ মিঞা শোভন। এ বিষয়ে প্রযুক্তিবিদ মোঃ শাহবাজ মিঞা শোভন বলেন, “এই উদ্যোগের মাধ্যমে ঢাকা এবং বরিশালে চিকিৎসা সেবা, চাকুরীর পরীক্ষা বা দাপ্তরিক কোনো কাজে আসা বাকেরগঞ্জের সর্বস্তরের জনগন যাদের আবাসিক সমস্যা রয়েছে তাদেরকে বিনামূল্যে থাকা ও খাওয়াসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।”
মেহমানখানার তত্বাবধানের দায়িত্বে থাকা রাব্বি হাসান বলেন, “এখানে যারা সেবা নিতে আসেন আমরা শুধু তাদের আবাসনের ব্যবস্থাই করি না, তারা যেন স্বাস্থ্যসম্মত থাকা ও খাওয়ার সুবিধা পায় তা আমরা নিশ্চিত করে থাকি। এবং রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করে থাকি, আমাদের মেহমানখানার লাইব্রেরি থেকে পরীক্ষার্থীরা তার প্রয়োজনীয় বই খুজে নিয়ে পড়তে পারবে”।
জানা যায় এখন পর্যন্ত শতাধিক নাগরিককে শোভনের মেহমানখানা থেকে সেবা প্রদান করা হয়েছে। এ বিষয়ে মেহমানখানার ম্যানেজার নাজমুল হাসান কৌশিক বলেন, ” আমাদের মেহমানখানার হটলাইন নাম্বারে যোগাযোগ করে বাকেরগঞ্জ উপজেলার যেকোনো নাগরিক এই সেবা গ্রহন করতে পারবে।”
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে নেটিজেনরা শোভনের এরকম উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।