1. adnan210.net@gmail.com : Kanon Badsha : Kanon Badsha
  2. themesbazar@gmail.com : theam bazar : theam bazar
  3. khanmdmahadi29@gmail.com : Khan Md mahadi : Khan Md mahadi
  4. somoyexpressnews@gmail.com : নাঈম সজল : নাঈম সজল
  5. Kanonbd1@gmail.com : নিউজ ডেষ্ক : সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক
  6. raytahost@gmail.com : theam 2022 : theam 2022
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
বরিশালে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছে বাকেরগঞ্জের পৌর মেয়র লোকমান ঢাকা-১৮:  স্মার্ট নগরায়ন ও শিল্পায়ন নিয়ে দয়াল কুমার বড়ুয়া’র পরিকল্পনা শাহীন সুমনের কাছে এফডিসির পাওনা ৩০ লাখ টাকা বর্ণাঢ্য আয়োজনে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনীত ফুলজান ছবির ট্রেলার উন্মোচন! বাকেরগঞ্জে ছাত্রদল কর্মী এখন আওয়ামী লীগ নেতা! আকাশ সেনের গানে তৃষ্ণা-হান্নান শাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ বাসীর নির্ভরতার স্থান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ ঝন্টু বরিশাল নগরীর শীতলা খোলা এলাকায় (তুষারের)সন্ত্রাসী কর্মকান্ড থামছে না ?      প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সেনবাগে সেচ্ছাসেবক লীগের মটর শোডাউন গৃহিণী থেকে নগরমাতা

চাঞ্চল্যকর ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনে গ্রেফতার ৪

মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ গত ১২ মে ২০২৩ ইং ভোর রাত অনুমান ০৩.৪৫ ঘটিকায় স্পেশাল ব্রাঞ্চ, মালিবাগ, ঢাকায় কর্মরত নারী কনস্টেবল/৭৭০ নার্গিস আক্তার (৩৩) রিক্সা যোগে ভিভিআইপি ডিউটির উদ্দেশ্যে অফিস যাওয়ার পথে পল্টন মডেল থানাধীন রাজারবাগ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনের মোড়ে ভোর রাত অনুমান ০৪.ঘটিকায় পৌছামাত্র পিছন হতে আসা একটি হলুদ ও নীল রংয়ের পিকআপ গাড়ী তার রিক্সাকে চাপ দেয় এবং উক্ত পিকআপ গাড়ীর পিছন হতে ২(দুই) জন অজ্ঞাতনামা লোক নেমে একজন তার হাত ধরে এবং অপর জন গলায় চাকু ধরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের একটি চেইন, ওজন অনুমান ১০ আনা, মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা এবং হাতে থাকা ছোট ভ্যানেটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

উক্ত ব্যাগের ভিতরে নগদ ৫,০০০/-টাকা, একটি শাওমী নোট ৮ মোবাইল ফোন, মূল্য অনুমান ৪৫,০০০/-টাকা, একটি বাটন স্যামসাং মোবাইল ফোন, মূল্য অনুমান ৩,০০০/-টাকা, এসবির আইডি কার্ড জোর পূর্বক ছিনিয়ে নিয়ে পিকআপ গাড়ীটি দ্রুত ডান দিকে মোড় নিয়ে শাহজাহানপুরের দিকে চলে যায়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পল্টন মডেল থানা মামলা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (মতিঝিল জোন) মোঃ রওশানুল হক সৈকত এর দুরদর্শি নেতৃত্বে পল্টন মডেল থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়ার সহযোগিতায় পল্টন মডেল থানার একটি বিশেষ টিম ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ১৫ মে -২৩ ইং রাতে মহাখালী হতে তাদের গ্রেফতার করা হয়। মহাখালী হতে ঘটনায় সাথে জড়িত থাকা ডাকাত চক্রের চারসদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ হতে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্রসহ, পিকআপ ও লুন্ঠিত টাকা এবং ৪ টি স্মার্ট মোবাইল, ৩ টি বাটন মোবাইল উদ্ধারসহ ঘটনার সাথে সরাসরি জড়িত থাকা ডাকাত দলের ৪(চার) সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেন সোহেল (৩০) আক্তার সোহরাব (৩২) আবির হোসেন রাসেল (২৫)মোঃ রনির (২৮)।

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা পিকআপ গাড়িটি গত ৫-৬ দিন পূর্বে ছিনতাই করে নিজেদের দখলে নিয়েছে। উক্ত ছিনতাইকৃত পিকআপ ভ্যান গাড়ি নিয়ে তারা গত ৫/৬ দিন ধরে রাতের বেলায় চলাচলরত পথচারী/রিক্সার যাত্রীদের সুবিধাজনক স্থানে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছে। তারা আরও জানায় যে, গত ১২ মে ২০২৩খ্রিঃ তারিখ মোহাম্মদপুর থানা এলাকায় একটি এবং গত ১৩ মে ২০২৩খ্রিঃ তারিখ তেজগাঁও ও বনানী থানা এলাকায় অনুরুপ দুইটি ডাকাতির ঘটনা সংঘটিত করেছে।

গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ২ টি তারমধ্য ডাকাতি ১ টি দস্যুতা-১টি।আক্তার সোহরাবের বিরুদ্ধে ৬ টি মামলা(তারমধ্যেড ডাকাতি ৪ টি, মাদকসহ অন্যান্য-২ টি। আমির হোসেন রাসেলের বিরুদ্ধে ৫ টি মামলা (তন্মধ্যে ডাকাতি ১ টি দস্যুতা- ১ টি মাদকসহ অন্যান্য-৩ টি।মোঃ রনির বিরুদ্ধে ৮ টি মামলা (তন্মধ্যে ডাকাতি ১ টি দস্যুতা-২ টি মাদকসহ অন্যান্য-৫ টি মামলা রয়েছে।ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2022 somoyexpress.news
Customized By BlogTheme