নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ট্রেনিং সেন্টারের প্রধান আবু জাফরের বিরুদ্ধে ট্রেনিং সংক্রান্ত উপকরণ কেনা কাটা নিয়ে অনিয়ম এবং কর্মকর্তা কর্মচারী ও প্রশিক্ষনার্থীদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে। সরকারী বরাদ্দ কৃত অর্থের যথেচ্ছ ব্যবহার এবং তার মনের মত করে নিন্মমানের উপকরণ কেনা কাটা নিজেই করে থাকেন, এতে আবুজাফর বিপুল পরিমাণ অর্থ আত্নসাথের অভিযোগ উঠেছে। এখানে এক জন প্রশিক্ষনার্থী জন্য ব্যাগ বাবদ ৫০০/- পাঁচশত টাকা ফাইল কলম ও অন্যান্য কেনা কাটার জন্য ১০০/- একশত টাকা বরাদ্দ রেখেছেন। কিন্তু, বাকেরগঞ্জ ইউ আরসি প্রধান আবু জাফর ২০০/- থেকে ২৫০/- টাকার নিন্ম মানের ব্যাগ ও ফাইলের পরিবর্তে নিম্নমানের নোট বক, কলম ও নেইৃমফ্লক ক্রয় করে থাকেন। প্রশিক্ষনার্থী ও সহকর্মীদের সাথে তার ছাএ জীবনের বিভিন্ন সন্ত্রাসী কর্ম কান্ডের কাহিনী শোনান।যে সব কাহিনিতে তিনি তার সাথে অস্ত্র নিয়া চলাফেরা উঠে আসে। আবু জাফরের এমন আচরণে এবং কল্প কাহিনীতে শিক্ষকের বিব্রত বোধ করেন। তার এই সব কর্মকাণ্ডে সহ কর্মী ও প্রশিক্ষনার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।