জাহিদুল ইসলাম:- ভালোবাসা ও সৌহার্দ্যতার অন্তরালে হাজারো মান অভিমান লুকিয়ে রেখেই বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা বিনিময়। আপনার পুরো সময়কালে প্রাপ্তির আনন্দের চেয়ে প্রচেষ্টার কষ্টই বেশি উপভোগ্য ছিলো। হাজারো শত্রুর স্বরযন্ত্রে, পেশাগত দায়িত্ব পালনে সীমাবদ্ধতার গন্ডি অতিক্রম করতে না পারলেও সত্যর স্বাপেক্ষ আপনার উদারতা ও নমনীয় সৌজন্যতায় অমৃত্যু মনের মনিকোঠায় নিজের অবস্থান সু-সংহত করে এ বিদায় নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র, আপনার পরবর্তী কর্মস্থল হোক আরো সেবাময় মানবিক মর্যাদার বীরোচিত আত্মত্যাগে মহিয়ান। সাফল্যের পদ বেয়ে সর্বচ্চ মর্যাদার আসনে এগিয়ে চলুন, ক্ষনস্থায়ী জীবনে সব আশা হয়তো পূরণ হয়না, কিছু প্রত্যাশা ও প্রাপ্তির ক্ষেত্রে ভিন্নতা আসবেই তারপর ও সৎ সাহস নিয়ে এগিয়ে চলুন, মনে রাখবেন সুবিধাবাদী লোক কখনো বন্ধু হয়না, স্বার্থের অন্তরালে লুকিয়ে থাকে ওদের হাজারো প্রচেষ্টা, ওদের প্রলভন, ওদের সখ্যতা আপনার স্বাভাবিক জীবন কে অস্বাভাবিক ভাবে প্রভাবিত করে পিছনের পথে টেনে নিতে প্রচেষ্টা চলবে। এ ধরনের লোকদের এড়িয়ে চলতে পারলে আপনার সফলতা অবধারিত। আপনার জন্য শুভকামনা রইল।
News Editor
Leave a Reply