গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি:- গোসাইরহাট থানার বহু বছরের পুরনো জামে মসজিদ সংস্কারের পর উদ্বোধন করেছেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার মাহাবুবুল আলম।শুক্রবার(৮সেপ্টেম্বর)
জুমার নামাজে অংশগ্রহণের মাধ্যমে থানা মসজিদটি উদ্বোধন করেন তিনি। এই মসজিদটি গোসাইরহাট থানার বাউন্ডারির ভিতরে মেইন গেটে অবস্থিত। প্রতিদিন এই মসজিদে স্থানীয় আইনশৃংখলা বাহীনি সহ অনেক মুসল্লি নামাজের জন্য আগমন ঘটে।
উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মোনাজত করেন ঐ মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আল আমিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ। গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.আসলাম সিকদার সহ অন্যান্য পুলিশ সদস্য।
এছাড়াও গোসাইরহাট পৌরসভার মেয়র আবদুল আউয়াল সরদার, ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন সিকদার, ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলি আকবর সরদার এবং স্থাদীয় মুসল্লিগন।
মো.সাহেদ আহমেদ
গোসাইরহাট প্রতিনিধি
মোবাইল.০১৭১১-০০৮৬৭৩.
Leave a Reply