নাটক ও মিউজিক ভিডিওতে দেখা যায় এ প্রজন্মের অভিনেত্রী জিনিয়া জিনিকে । এবার তাকে দেখা যাবে বিজ্ঞাপনের মডেল হিসেবে। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’ নামের একটি তেলের বিজ্ঞাপন চিত্রের কাজ। এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন তোহা মোরশেদ। ঢাকার আশেপাশে বিজ্ঞাপনটির দৃশ্যায়নের কাজ সম্পন্ন করা হয় । বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে জিনিয়া বলেন, অভিনেত্রী হলেও মিডিয়ার সব মাধ্যমেই কাজ করতে পছন্দ করি। বিজ্ঞাপনেও কাজ করতে আমার ভালো লাগে। করেছেন ‘তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’এই বিজ্ঞাপনে কাজ করে খুব মজা পেয়েছি। আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই। এই বিজ্ঞাপনচিত্রে জিনিয়া ছাড়াও মডেল হয়েছেন তারকা জুটি ওমর সানী ও মৌসুমী এবং তাসা মনি প্রমুখ।