প্রায় ৩-৪ মাস আগে রেকর্ডিং সম্পন্ন হয় “আর জে রুবেলের লেখা ও সুরে এবং জে এইচ মুন্নার কন্ঠে ” তুমিহীনা / আয় ফিরে শিরোনামের একটা গান । গানটির সংগীত পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক “আহমেদ সজীব” গানটির কাজ সম্পন্ন হওয়ার পরে যখন জে এইচ মুন্না তার ফেইসবুক অফিশিয়াল পেইজে শর্ট ভিডিও হিসেবে আপলোড দেয় তখন সেই গানটির প্রচুর প্রশংসা পায় এবং তাতে সে অনেক উৎসাহ পেয়ে “আয় ফিরে” গানটি রিলিজ হওয়ার আগেই “আয় ফিরে -২” শিরোনামের গানটির কাজও সম্পন্ন করে ফেললেন জে এইচ মুন্না। এই গানেরও গীতিকার সুরকার আর জে রুবেল । গানটির মিউজিক ভিডিও কিছুদিন পরে “মামুন অফিশিয়াল” চ্যানেলে রিলিজ হবে। এবং আয় ফিরে গানটির শিল্পী ভার্শন রিলিজ হবে আগামী রবিরার। জে এইচ মুন্না জানায়ঃ গানটি অবশ্যই সকলের মন কেড়ে নিবে। অসাধারণ একটি গান হয়েছে। সকলে শুনবেন আশা করছি সকলের প্রিয় গানের তালিকায় আমার এই তুমিহীনা গানটি থাকবে।