গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:- শরীয়তপুর গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৮টি দোকান ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে। যেখানে প্রায় আনুমানিক ১০লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিদ্যুৎ এর শক সার্কেট থেকে আগুনের সূত্রেপাত বলে জানান ফায়ার সার্ভিস
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৮টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে এতে ক্ষতিরপরিমান আনুমানিক ১০লক্ষ্য টাকা।
এতে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান
গফুর আকন, লন্ড্রি ও কাপড়ের দোকান।
হৃদয, কসমেটিক, জুতা ও ভ্যারাইটিজ দোকান। রুবেল মুন্সী,ফ্লেক্সিলোড ও বিকাশের দোকান। ফরিদ,চা পান এর দোকান। নুরু মাদবর,নতুন মোবাইল, ফ্লেক্সিলোড, বিকাশ, ইলেকট্রিক, বেটারি, মাইক, সাউন্ড বক্স এর দোকান। আনোয়ার মৃধা, হোমোপতি ঔষধালয়। সুলতান, কসমেটিক, জুতা ও ভ্যারাইটিজ দোকান।
জামাল ঢালি, হোটেল রয়েছে বলে
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিকে আগুন নেভানোর কাজে স্থানীয়দের সঙ্গে জনপ্রতিনিধিরাও সহয়তা করেন।
এসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রাসেল সহ অনেকেই জানান,রাতে দোকান পাট বন্ধ করে বাসায় যাই এরপর গভীর রাত ২টার দিকে মসজিদ মাইক থেকে আগুনের খবর শুনতে পেয়ে ছুটে আসি এসে দেখি আমাদের নগদ টাকা দোকানের মালামাল সহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়েগেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গোসাইরহাট স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. নাজমুল হোসাইন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ফায়ার স্টেশনের একটি ইউনিটের ৪০ মিনিটের আগুন চেষ্টায় আগুন আগুন নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানান। তিনি।
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে জেলায় পাঠানো হবে এবং সরকারিভাবে তাদের যতোটুকু সম্ভব সাহায্য করা হবে।
News Editor
Leave a Reply