বাংলাদেশের মিডিয়া জগতে সময়ের ব্যস্ত এক্ট্রেসদের মধ্যে অন্যতম নাম নীলিমা নূপুর। নাটক সিনেমায় কাজ করে পার করছেন সকাল সন্ধ্যা দুপুর। ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত ছবি “জয় বাংলা “চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ফাইভ স্টার টিমের প্রযোজনা ও পরিচালনায় নাটক শালি বৌ এ দাপটের সঙ্গে অভিনয় করেছে এ অভিনেত্রী। জানতে চাইলে তিনি বলেন ” নাটক শালি বউ এ ভিন্ন রুপে দেখা যাবে তাকে,দর্শক চরিত্রের উপস্থাপনায় মুগ্ধ হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। শালি বৌ নাটকে সিদ্দিকুর রহমানের দ্বিতীয় বউ হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে। অন্যদিকে এ ফাইভ স্টার প্রোডাকশন টিমের হয়ে নীলিমা আরো ৩০ টি নাটক এর শুটিং ব্যস্ততায় কাটাচ্ছেন সময়। জানা যায় সারা বাংলাদেশের বিভিন্ন জেলা ও অঞ্চল জুড়ে এইসব নাটকের দৃশ্য ধারণ করা হবে বলেই প্রায় পুরো দেশে সৃজনশীল সফর চলছে। যে সফর এর তৈরিকৃত নাটক গুলোতে সারা বাংলার আবহমান গল্পগুলো উঠে আসবে। কো-আর্টিস্ট দের থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন জানতে চাইলে নীলিমা নূপুর জানান “সবাই খুবি আন্তরিক তার প্রতি,নিজের পরিবারের মতোই ইউনিট এর মানুষজনদের সাথে চলাফেরা হচ্ছে,সিনিয়ররা প্রয়োজনে বিভিন্ন জায়গায় সাজেশন দিচ্ছেন। সেট এর অন্যান্য কলাকুশলী গণ বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সামনেই আরো কিছু নতুন কাজে সংযুক্ত হবেন বলে আভাস দিয়েছেন নীলিমা নুপুর। সবার সহযোগিতা নিয়ে দর্শককে ভালো কাজ ও সুস্থ বিনোদন দিয়ে যেতে চান এ নায়িকা।