শাহরিয়ার শাকিল বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
স্বপ্ন সাহস নিয়ে আগামীর পথ চলো জ্ঞানের আলোয় গড়বে জগৎ উচ্চ কন্ঠে বলো এই স্লোগান কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ কুতুবআলী একাডেমি প্রথম ক্যাম্পাসের ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়েছে।
বুধবার ( ১৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় কুতুবআলী একাডেমি প্রথম ক্যাম্পাসের হলরুমে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলদার হোসেন অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমি মূল-ক্যাম্পাসের সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা দ্রুবদী শার্মা, রেহানা বেগম,বুশরা,বর্ণা খাদিজা বেগম,নাহিদা বেগম সহ কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
উল্লেখ্যঃ কুতুবআলী একাডেমি প্রথম ক্যাস্পাসের ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্ট্যাঃ প্লে থেকে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে হাফিজা মীম, ইসলামি সংগিত পরিবেশনা করে প্রথম স্থান অর্জন করেছে নাহিদা আক্তার, ২য় স্থান অর্জন করেছেন ইমা বেগম, দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ইমা বেগম, ২য় স্থান অর্জন করেছেন নাঈম আহমদ।
দলিয়ভাবে দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ইমা আক্তার, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী নাহিদা আক্তার, ৩য় শ্রেণির শিক্ষার্থী আয়শা বেগম।
অনুষ্ঠান শেষে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দগন। এবং যে সকল শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে প্রত্যেকের মাঝে একটি করে শান্তনা পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
Leave a Reply