জাহিদুল ইসলাম:- বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ই সেপ্টেম্বর সকাল ১১ টায় জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিকতা, থানা অফিসার তদন্ত মোস্তফা কামাল, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ডাকুয়া, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, দুধল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল, ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। আলোচনা সভায় শেখ হাসিনার মূল নীতি গ্রাম শহরের উন্নতি চলছে গ্রাম উন্নয়ন থাকবেনা গ্রাম শহরের ব্যবধান এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জ উপজেলা পর্যায় বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সেবামূলক কার্যক্রম তুলে ধরে স্ব স্ব দপ্তরের পক্ষ থেকে জন সেবামূলক কার্যক্রম গুলো জনস্বার্থে তুলে ধরে স্টল আকারে প্রদর্শনী আয়োজন করেন।
Leave a Reply