মুহাম্মদ এমরান বান্দরবান:- লামা উপজেলার আওতাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের অন্তর্গত ২৮৪ নং ইয়াংছা মৌজার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নাছিমা আক্তারের নিজ জমিতে রোপণকৃত ও সৃজিত বাগানের গাছ জোরপূর্বক কেঁটে নেওয়ার অভিযোগ উঠেছে।
নাছিমা আক্তার বলেন, আমার নিজ দখলিয় হেডম্যান রিপোর্ট’এ ৫ একর জায়গার উপর বিভিন্ন ধরনের গাছ রোপণ করে বাগান সৃজন করেছি।
মোঃ রমজান আলী, আমার রোপণ করা সেগুন ও বিভিন্ন প্রজাতির গাছ মোঃ মানিকের নিকট বিক্রি করে দেয়। আমি নিষেধ করলেও আমার নিষেধ অমান্য করে আমার অনুপস্থিতিতে আমার বাগানের গাছ গুলো বিক্রি করে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত রমজান আলীর স্ত্রী বলেন, আমরা দীর্ঘ ৪২ বছর যাবত তিনটি খতিয়ান ও একটি হেডম্যান রিপোর্ট এর কাগজে নিজ নামীয় আর হোল্ডিং, বন্দোবস্তী ও দখলিয় জায়গার উপর বাগান করে আসিতেছি। গত মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি ঢলে আমার চাষকৃত সবজিসহ অনেক ক্ষয়ক্ষতির কারণে ও আমার সন্তানদের পড়াশোনার খরচ দিতে না পেরে আর্থিক সমস্যায় পড়ার কারণে মোঃ মানিকের নিকট আমার বাগান থেকে কিছু গাছ বিক্রি করি। কিন্তু দীর্ঘ ২০ দিন পরে এসে আমার নামে অভিযোগ করা ভিত্তিহীন বলে মনে করছি। গাছ কাঁটার সময় ও আনার সময় কেউ বাঁধা দেওয়ার জন্য যায়নি। তাহলে এতোদিন পরে এসে আমার নামে অভিযোগ করার কারণটা কি?
তিনি আরো বলেন, নাছিমা আক্তারের নিজ নামীয় খতিয়ানী কোন কাগজ নেই। একটা হেডম্যান রিপোর্ট নিয়ে বারবার আমার উপর অত্যাচার ও হয়রানি করতেছে। আমি ও আমার পরিবার এর প্রতিকার ও বিচার চাই।
অভিযুক্ত রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি, তিনটি খতিয়ান ও একটি হেডম্যান রিপোর্ট এর কাগজ দেখাতে সক্ষম হয়।
Leave a Reply