নাঈম সজল: কে হচ্ছেন সেনবাগের আগামীর এমপি? এমন প্রশ্ন জনমনে বিরাজ করছে। তবে এই প্রশ্নের উত্তরের জন্য বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলেও সাধারণ জনমত পাওয়া গেছে ইতিমধ্যেই।
গত ১৮ সেপ্টেম্বর ফেসবুকের জনমত জরিপে সরাসরি ভোটের আয়োজন করে জনপ্রিয় অনলাইন পোর্টাল সময় এক্সপ্রেস নিউজ। আর এতে অংশগ্রহণ করেন সেনবাগের ৯৫০০ এর বেশি মানুষ যার মধ্যে শতকরা ৪৭% মানুষের পছন্দের পার্থী হিসাবে নির্বাচিত হন তমা গুপের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূইয়া মানিক। তিনি ৪৫০৯ ভোট পেয়ে ১ম হন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
শতকরা ২৫% ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা সাবেক এমপি জয়নুল আবেদীন ফারুক। যিনি এর আগে ৫ বার এমপি হন সেনবাগে, তবে ২০১৪ ২০১৮ এর নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি।
১৬% ভোট পেয়ে ৩য় অবস্থানে রয়েছেন বর্তমান সাংসদ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোরশেদ আলম এমপি। তিনি টানা ১০ বছর ধরে সেনবাগের এমপি হিসাবে রয়েছেন। তিনি ১৫৭০ ভোট পেয়েছেন।
শতকরা ৩% ভোট পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী তিনি পেয়েছেন ৩১৭ ভোট।
২৫৪ ভোট পেয়ে ৫ম অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাজি এয়ার ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক কাজি মোহাম্মদ মফিজুর রহমান। তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।
৬ষ্ঠ অবস্থানে আছেন সানজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক তিনি পেয়েছেন ২১৭ ভোট। তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী।
এছাড়া ১৮৫ ভোট পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. জামাল উদ্দিন আহমেদ এবং ৯০ ভোট পেয়েছেন জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী হাসান মঞ্জুর।
তবে আতাউর রহমান ভূইয়া মানিক এর ভোটের বড় একটি অংশ ফেইক আইডি থেকে করা হয়েছে। যা কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারেনা। তবুও ভোট বিবেচনায় প্রায় ৩৫০০ সঠিক ভোট পেয়েছেন তিনি। তাই জনজরীপে তিনিই ১ম বলে বিবেচিত হয়েছে।
নাঈম সজল
সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply