তানোর উপজেলা প্রতিনিধি:- আজকে কলমা ইউনিয়ন পরিষদ চত্বরে টি,সি, বির পণ্য বিতরণ করেন টি, সি, বির পণ্য বিতরণ করেন ডিলার।এই প্যাকেজ ৪৭০ টাকায় ২কেজি তেল ২ কেজি ডাল ৫ কেজি চাল বিতরণ করেন।কলমা ইউনিয়ন পরিষদের মোট উপকার ভোগী পরিবারের সংখ্যা ২২২০ পরিবার।আপদ কালীন সময়ে টি, সি বির পণ্য পেয়ে উপকার ভোগী পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১নং কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব খাদেমুননবী চৌধুরী বাবু। কোনো প্রকার অনিয়ম না হয় সে দিকে সজাগ দৃষ্টি রেখেছেন।
Leave a Reply