বর্তমান সময়ের অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।একেক পর এক হিট কাজ দিয়ে আলোচনার শীর্ষে এই শিশুশিল্পী।
৯ ই নভেম্বর জন্মদিন উপলক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পথশিশুদের সাথে কেক কেটে জন্মদিন উৎযাপন করেন রাইসা।
মানবতার সূর্য দিগন্ত ফাউন্ডেশনের উদ্দেগ্যে পথশিশুদের সাথে আনন্দঘন মূহূর্ত কাটান রাইসা।
অভিনয়ে রাইসার অভিষেক ঘটে ২০১৫ সালে; নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরে। সুপার স্টার এলইডি বাল্বের বিজ্ঞাপনে কাজ করেছেন; রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শোভা পেয়েছিল সেই বিজ্ঞাপনের বিলবোর্ড।
জীবনের প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে খানিকটা ভয় পেয়েছিলেন বলে জানান তার মা। “কিন্তু অল্প সময়ের মধ্যেই নিজেকে গুছিয়ে নিয়েছিল ও। বিজ্ঞাপনের শেষের দিকে যে কান্নার দৃশ্যটি ছিল সেটি একদম বাস্তব ছিল।”
এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে আরএফএল টেবিল ও টিফিন বক্সসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন।
তাহসান শ্রাবন্তীর সাথে যদি একদিন সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে জাতীয় পুরষ্কার অর্জন করেছেন শিশুশিল্পী রাইসা