1. adnan210.net@gmail.com : Kanon Badsha : Kanon Badsha
  2. themesbazar@gmail.com : theam bazar : theam bazar
  3. khanmdmahadi29@gmail.com : Khan Md mahadi : Khan Md mahadi
  4. somoyexpressnews@gmail.com : নাঈম সজল : নাঈম সজল
  5. Kanonbd1@gmail.com : নিউজ ডেষ্ক : সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক
  6. raytahost@gmail.com : theam 2022 : theam 2022
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

আমার বড় ভুল, ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছি: কাদের মির্জা

  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • প্রিন্ট করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, গত এক বছরে আমার সব থেকে বড় যে ভুল ছিলো, তা হলো আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছি।

তিনি বলেন, বাংলাদেশের একজন সফল, সৎ, রাজনীতিবিদ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার জন্য আমি সত্যিই অনুতপ্ত।

সত্য বচনের সফলতা ও ব্যর্থতার ১ বছর উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টায় নিজের ফেসবুক অ্যাকউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন কাদের মির্জা।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে বলছি, প্রতিবাদ করেছি, করতে হবে। সফলতার সঙ্গে প্রতিবন্ধকতা আছে, বর্তমান বাংলাদেশে দুর্নীতি মুক্ত কোনো মন্ত্রণালয় বা কোনো বিভাগ নেই। প্রায় সবগুলো দপ্তরেই কোনো না কোনোভাবে ছোট- বড় আকারে দুর্নীতি হয়। সব চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হলো পুলিশ প্রশাসন। দুর্নীতির যে সংস্কৃতি এখন বাংলাদেশে চালু হয়েছে তা বন্ধ করতে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কাদের মির্জা বলেন, প্রথমে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের দিয়ে দুর্নীতি দমন কমিশন গঠন করে কমিশনকে স্বায়ত্বশাসন দিতে হবে। তবেই দেশ দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে বলায় সকল অন্যায়কারী, অপকর্মের হোতা অপরাজনীতিকরা এক জোট হয়ে তাদের স্বার্থ রক্ষার্থে আমার বিরুদ্ধে লেগেছে, একটি বলয় তৈরি করেছে। অপ্রিয় সত্য কথাগুলো প্রকাশ করা যায় না। অপ্রিয় সত্য কথাগুলো বলার কারণে দেশের মানুষ আমাকে গ্রহণ করেছে। অন্যায়ের বিরুদ্ধে সবাই বলতে চায়, কিন্তু সাহস করে বলতে পারে না। কিন্তু আমি বলছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2022 somoyexpress.news
Customized By BlogTheme