বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগদান উপলক্ষে শনিবার বিকেলে শিল্পকলা একাডেমী মিলনায়তনে মতবিনিময় সভা,বরণ ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে উপজেলা শিল্পকলা একাডেমি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি জিসান বিন মাজেদ।শিল্পকলা একাডেমির সমন্বয়ক সাংবাদিক এম এ আউয়াল ও কৃতি শিক্ষার্থী রাত্রির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার মো: ফয়েজ উল্লাহ,সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজিম উদ্দিন। অংকন বিভাগের শিক্ষক সুমন আলীর পরিচালনায় ওই বিভাগের বার্ষিক প্রতিযোগীতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের,এম এম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওয়াজি উল্যা,দক্ষিন অর্জুনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার জাহান,জাতীয় মহিলা সংস্হার চেয়ারম্যান রেজিয়া আক্তার বকুল,সহকারী কৃষি কর্মকর্তা জিএ সুমন, সেনবাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার,সংগীত শিক্ষক রতন মিশ্র, নৃত্য শিক্ষক সুমন দাস, অংকন শিক্ষক সুমন আলী, সংগীত শিক্ষক রুপম, সহকারী নৃত্য শিক্ষক মো: সুমন, শিল্পী আদ্রি মজুমদার, প্রীতি চক্রবর্ত্তী, তৃষ্ণা মজুমদার, পুজা বনিক,সুস্মিতা দেবনাথ আবৃত্তিকার রাত্রি, মিশাল, মোহনা, আরিশা জাকের কৌতুকে আজিজুল হক, যন্ত্র সংগীত শিল্পী জাফর, আকাশ চৌধুরী, অরিত্র, সাইফুল সহ মুক্তিযোদ্ধা,শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিল্পকলা একাডেমির কলাকৌশলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের কে ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান শিল্পকলা একাডেমির সমন্বয়ক সাংবাদিক এম এ আউয়ালের নেতৃত্বে শিক্ষক ও শিল্পীবৃন্দ। বিকেল চারটায় শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত সংগীত, নৃত্য, আবৃত্তি ও কৌতুক শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠান কে প্রানবন্ত করে তোলে।
নাঈম সজল
সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply