বিনোদন রিপোর্ট :হিরো আলমের সিনেমায় এবার যুক্ত হলেন অভিনেত্রী মুনমুন। ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।
শনিবার (২০ নভেম্বর) হিরো আলম জানান, অবশেষে আমরা ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমার কাজ শুরু করলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে ভালো কিছু যেন উপহার দিতে পারি আমরা।
অভিনেত্রী মুনমুনের সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে হিরো আলম বলেন, এবারই প্রথমবারের মতো মুনমুন আপার সঙ্গে কাজ করছি। আশা করছি ভালো কিছু দিতে পারব।
আজ থেকে রাজধানী ঢাকার অদূরে ‘সাভার ডিপজল ভাইয়ের বাড়ি’তে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা। আর এতে হিরো আলম-মুনমুন ছাড়াও নুসরাতকে দেখতে পাবেন দর্শকরা।