1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন

উস্কানি ছাড়াই পুলিশের ওপর হামলা করেছে বিএনপি: ডিবিপ্রধান

  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ডিআইজি হারুন অর রশীদ বলেছেন,  ‘বিএনপি যেসব শর্তে অনুমতি নিয়েছিল, দুপুরে পুলিশ ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলায় চালিয়ে তারা সেসব শর্ত ভঙ্গ করেছে। কোনো উস্কানি ছাড়াই তারা পুলিশের ওপর হামলা করেছে।’

শনিবার (২৮ আক্টোবর) দুপুরে কাকরাইলে বিচারপতির বাসভবনের সামনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এ কথা বলেন ডিআইজি হারুন অর রশীদ।

ডিবি প্রধান হারুন অর রশীদ আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনেও ভাঙচুর চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙে তারা ভেতরে ঢুকে পড়েছিল।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ডিআইজি হারুন অর রশীদ প্রধান বিচারপতির বাসভবন পরিদর্শন করেন।

শনিবার বিএনপির মহাসমাবেশ উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীরা আসতে শুরু করে। একপর্যায়ে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকলে তা কাকরাইল মোড় ছাড়িয়ে বিচারপতির বাসভবনের সামনের মোড়েও চলে আসে। পরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরে এ সংঘর্ষ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews