যশোর: সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাগডাঙ্গা গ্রামের নাসরিন আকতারের প্রতিবন্ধী ভাতা ৩ নম্বর ওয়ার্ড ঝাউদিয়া গ্রামের রাশিদা বেগম আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে। ২০২০ সাল থেকে জালিয়াতি করে এ টাকা তুলছেন তিনি। এ ঘটনায় প্রতিবন্ধী নাসরিন বুধবার যশোর সদর উপজেলা উপজেলা সমাজসেবা অফিসারের কাছে অভিযোগ করেছেন।
বাগডাঙ্গা গ্রামের আকতারের মেয়ে নাসরিন আকতার জানান, ২০২০ সালে তার প্রতিবন্ধী ভাতার কার্ড হয়। তার হিসাব নম্বর ১০৮৩৪৪১১৯১৪৭৫ ও এমআইএস ০৩৪১০০২৪৬৪৩। প্রতিবন্ধী ভাতা চালু হওয়ার পর থেকে তিনি ২০২৩ সালের ২৬ অক্টোবর পর্যন্ত তিনি কোনো টাকা পাননি। নাসরিন আকতারের অভিযোগ পাশের ওয়ার্ডের ঝাউদিয়া গ্রামের দাউদ আলী শেখের স্ত্রী রাশিদা জালিয়াতি করে তার প্রতিবন্ধী ভাতার টাকা তুলে আত্মসাৎ করছেন। এই বিষয়ে সমাজসেবা কার্যালয় ও ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কোনো ফল পাননি।
এই বিষয়ে যশোর সদর উপজেলা সমাজসেবা অফিসার আশিকুজ্জামান জানান, নাসরিন আকতারের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হয়েছে। নাসরিন আকতারের সন্দেহ ছিলো রাশিদা বেগম তার প্রতিবন্ধী ভাতার টাকা তুলে নিচ্ছেন। ফলে তাদের দুইজনকে অফিসে ডাকা হয়। প্রতিবন্ধী ভাতার টাকা না পাওয়ার বিষয়ে নাসরিন আকতারকে ব্যাংক এশিয়ার প্রধান কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। আশিকুজ্জামান আরও জানান, বৃহস্পতিবার নাসরিন আকতারকে নতুন করে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়া হয়। সেখানে নতুন মোবাইল নম্বর লেখা হয়েছে। এখন থেকে তিনি নিয়মিত প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন।
নাঈম সজল
সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply