সেনবাগে নৌকার শোচনীয় পরাজয় হয়েছে, ৪ ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেক কেন্দ্রেই নৌকার পরাজয় হয়েছে।
১ নং ইউনিয়নে বিএনপি পন্থী আব্দুর রহমান আবারো বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৪ নং ইউনিয়নে আওয়ামী লিগের বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিন ভূইয়া বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৬ নং ইউনিয়নে বিএনপি পন্থী আনোয়ার হোসেন বাহার আবারো বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৮ নং ইউনিয়নে আওয়ামী লিগের বিদ্রোহী কাজল বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সেনবাগ পৌরসভার মেয়র পদেমোট ভোটের ফলাফলঃ
আবু নাছের ভিপি দুলাল নারিকেল-৫৮৫২, আবু জাফর টিপু নৌকা- ৪৯৩৪।
***১নং ওয়ার্ডে- আবু নাছের ভিপি দুলাল নারিকেল-৭১১, আবু জাফর টিপু নৌকা- ৪৬৫।
*** ২নং ওয়ার্ডে আবু নাছের ভিপি দুলাল নারিকেল ৩৯৩, আবু জাফর টিপু নৌকা ১৯৫,
***৩নং ওয়ার্ডে আবু নাছের ভিপি দুলাল নারিকেল ১১৩৬, আবু জাফর টিপু নৌকা ৪৯৮.
** ৪নং ওয়ার্ডে আবু নাছের ভিপি দুলাল নারিকেল ৬৬৬, আবু জাফর টিপু নৌকা ৫৪৪.
*** ৫নংওয়ার্ডে নারিকেল ৫৭২, নৌকা ৪০৩.
৬নং ওয়ার্ডে আবু নাছের ভিপি দুলাল নারিকেল, ৭৫৫, আবু জাফর টিপু নৌকা ৬০০.
৭নং ওয়ার্ডে আবু নাছের ভিপি দুলাল নারিকেল ৯৩১, আবু জাফর টিপু নৌকা ৭৪৩.
***৮নং আবু নাছের ভিপি দুলাল নারিকেল ৪৮১, আবু জাফর টিপু নৌকা ৩৮৪.
*** ৯নং বাবুপুর কেন্দ্রের আবু নাছের ভিপি দুলাল নারিকেল গাছ ২০৭,আবু জাফর টিপু ১১০২ ভোট।