রাজিব রাজিবুল হাসান কর্পোরেট জগতের মানুষ হলেও সাহিত্য-সংস্কৃতি নিবিড় ভাবে জড়িয়ে আছে তাঁকে।তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সুনামধন্য তৈরি পোষাক কারখানা ‘ফকির এ্যপারেলস লিমিটেডে’ কর্মরত আছেন। পাশাপাশি রোবাইদা বিনতে ইসলাম দীনার পরিকল্পনায় “আবর্তন” অনলাইন পেইজের পরিচালনা ও সঞ্চালনা করছেন। তিনি একজন নজরুল অনুরাগী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষনার কাজও সফল ভাবে করছেন তিনি। ছোট বেলা থেকেই গান, কবিতা তথা লেখা লেখির প্রতি ছিলো প্রবল আগ্রহ, ৭ম শ্রেণীতেই তাঁর লেখা-লেখির হাতে খড়ি। রাজিব রাজিবুল হাসান সব ধরনের গান লিখতে সাচ্ছন্দ্যবোধ করেন। লিখেছেন ইসলামি গান, শ্যামাসঙ্গীত, কীর্তন, ভক্তিগীতি, কাব্যগীতি, থিম সং সহ ফোক ঘরনার গান।
এবার কালীপূজায় রিলিজ হতে চলেছে তাঁর লেখা তিনটি শ্যামাসঙ্গীত। নজরুল সঙ্গীতশিল্পী ও ছায়ানটের শিক্ষক বিজন মিস্ত্রীর সুর ও কন্ঠে আসছে “মা এ কোন মায়া ছড়ালে”।
“আর কিছু চাইনা মাগো” শিরনামে গানটিতে সুর সংযোজন করেছেন সঙ্গীতশিল্পী ও সুরকার সোনালী রায় এবং কন্ঠ দিয়েছেন নজরুল সঙ্গীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. প্রিয়াংকা গোপ এবং সুরকার ও সঙ্গীতশিল্পী কমল কৃষ্ণের সুরে “ভুবনমহিনী মা শ্যামা” গানটিতে কন্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী বিজয়া সেনগুপ্তা॥ এছাড়াও তাঁর গান গেয়েছেন যে সকল বিশিষ্ট সঙ্গীত শিল্পীদয় তাঁরা হলেন: সঙ্গীতশিল্পী রাহাত আরা গীতি, কাফি মাহমুদ, মাহমুদুল হাসান, বিমান চন্দ্র বিশ্বাস, রতন সাহা, শহীদ খান, অর্চনা মালাকার, রেহানা পারভীন হাসি, মঞ্জুষা চক্রবর্তী (কোলকাত), শতরূপা রায় কর(হায়দারাবাদ) ত্রিবেণী পান্না, শাহীন এসবি, মোঃ সাইফুল ইসলাম, অরুণ চৌধুরী এবং রোবাইদা বিনতে ইসলাম দীনা।প্রমুখ। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা এবং তাঁর সৃষ্টিকর্ম প্রচার ও প্রসারের কাজ একনিষ্ঠভাবে করে যেতে চান।
নাঈম সজল
সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply