জ্যেষ্ঠ প্রতিবেদক :- সরকার পতনের এক দফা আন্দোলন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ দলীয় জোটের নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠকে একদফা আন্দোলনের যৌথ ঘোষণা, রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাপত্র এবং আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
Leave a Reply