বিনোদন প্রতিবেদক
ছোট বেলায় স্বপ্ন ছিল একজন কণ্ঠশিল্পী হবো,দেশের মানুষ আমাকে শিল্পী হিসেবে ভালোবাসবে।তাছাড়া গানের মধ্যে আমি নিজেকে খুজে পাই, তাই আজিবন গানকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই।
কথাগুলো উদীয়মান কন্ঠশিল্পী নাজিম খানের।নিজের স্বপ্ন ও স্বার্থকতার না বলা কথাগুলো এই প্রতিবেদককে জানালেন উদীয়মান এই কন্ঠশিল্পী।
রাজবাড়ি জেলার সদর উপজেলায় রামকান্তপুর পশ্চিম পাড়া গ্রামে জন্ম ও বেড়ে উঠা এই শিল্পী বর্তমানে ব্যস্ত রয়েছেন মৌলিকগান,স্টেজ প্রোগ্রামে সমানতালে।
ইতিমধ্যে তার গানের ঝুলিতে নিজের গাওয়া প্রায় বিশটির অধিক মৌলিক গান যোগ হয়েছে। আবার প্রশংসিত হয়েছে বেশ কয়েকটি গান।
২০০৫ইংসালে প্রথম গানের হাতেখড়ি হয় স্থানীয়
মাটির পাড়া একাডেমিতে ওস্তাদ মোঃ সোবহান মাস্টারের হাত ধরে।
পরবর্তীতে ২০১৬ইং সালের শেষের দিকে সলো মৌলিক গান ‘বুকের পিন্জরে’ দিয়ে শুরু করেন সঙ্গীতের পথচলা।পি আর রানার লেখা সুরে মুশফিক লিটুর মিউজিকে চমৎকার গানটি প্রকাশিত হয়এভাবেই চলবে মাল্টিমিডিয়ায়।
বর্তমানে অপ্রকাশিত গানের মধ্যে রয়েছে প্রায় আটটি মৌলিক গান। এপর্যন্ত নাজিম খান গেয়েছেন জনপ্রিয় গীতিকার শাহআলম সরকার,ফিরোজ প্লাবন,কাজী জামাল,আলী আফতাব লনী,আফজাল শরীফ,পিআর রানা,আল আমিন খান সহ অনেকের লেখা সুরের গান।
জানতে চাইলে নাজিম খান বলেন,গানই আমার সপ্ন ও সাধনা, গানের মাঝে নিজেকে খুজি,যতদিন বেঁচে আছি গানের সাথে আছি ও থাকবো।সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।