নিজস্ব প্রতিবেদক:- জাতীয় দৈনিক বঙ্গজননীর সহ-সম্পাদক, বাংলাদেশ ন্যাশনাল জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইট কাউন্সিল এর সহ-সম্পাদক, সাংবাদিক মুক্তা মিয়া’র উপর সন্ত্রাসী হামলা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সে-ই সাথে অপরাধী দের আইনের আওতায় আনা’র জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
আজ বেলা প্রায় ৩ টা সাড়ে তিন টার সময় সাংবাদিক মুক্তা মিয়া ভাই, বাহিরের কাজ সেরে বাসায় ফেরার পথে, উনা’র বাসার নিচে একদল সন্ত্রাসী উনা’র উপর হামলা চালায়।
উল্লেখ্য যে, সাংবাদিক মুক্তা মিয়া’র গলা চেপে উনা’কে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায় ও-ই সন্ত্রাসী গন।
বিগত কিছু দিন পূর্বেও উনা’র বাসায় এসে ও-ই সন্ত্রাসী বাহিনী উনাকে থ্রেড দিয়ে যায়, কিন্তু আজ উনা’কে হত্যার উদ্দেশ্যে উনা’র উপর হামলা চালায় ওরা।
বলে রাখা উচিৎ, ও-ই সন্ত্রাসী বাহিনী’র সাথে ETV র, একজন সাংবাদিকও ছিলেন।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,
প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
News Editor
Leave a Reply