নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় জেলা আওয়ামীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পরে সকাল ১০টায় লঞ্চঘাট এলাকা থেকে আনন্দ র্যালী বের হয়ে নিউমার্কেট ঘুরে র্যাব ক্যাম্পের পাশে বঙ্গবন্ধুর মুরালীতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে র্যালী শেষ হয় এবং বিকাল ৪ টার সময় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেককাটার আয়োজন করা হয়।
র্যালী পূর্বে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন বলেন, যৌবনের প্রথম প্রেম যাকে বলা যায় তা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে আজ।
তিনি আরো বলেন, দীর্ঘ ১ বছর যাবত পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি নাই, এটা রাজনৈতিক অঙ্গনে একটা দুঃখ জনক বিষয়। চলমান রাজনৈতিক বিষয়কে সামনে রেখে যেভাবে সাম্প্রদায়িক শক্তি মাথা নাড়া চাড়া দিয়ে উঠেছে তাতে জেলা ছাত্রলীগের কমিটি একান্ত জরুরী। তাই তিনি দ্রুত জেলা ছাত্রলীগের কমিটি গঠনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট অনুরোধ জানান।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেনএমপি , জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হোসেন, সহ-সভাপতি উজ্জ্বল সিকদারসহ জেলা ছাত্রলীগের সাবেক ও পদ প্রত্যাশী নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।