নিজস্ব প্রতিবেদক :খান মেহেদী
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র বই উপহার পেলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৪০০ ছাত্রলীগ নেতাকর্মী।
মঙ্গলবার বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ বই বিতরণ করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপনের ব্যক্তিগত উদ্যোগে সংগঠনের নেতাকর্মীদের বইটি উপহার দেওয়া হয়।
ছাত্রলীগ নেতা সৈয়দ আমিরুজ্জামান রিপন বলেন, বর্তমান প্রজন্মের ছাত্রলীগ নেতাকর্মীদের বেশিরভাগই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন সম্পর্কে জানেন না। এ কারণেই তৃণমূলের ৪০০ নেতাকর্মীকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ উপহার দেওয়া হয়েছে।