বাকেরগঞ্জ প্রতিনিধি:-বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাদ্রীশিপুর ইউনিয়নের মুহাম্মাদিয়া ফাজিল মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার সহকারী পদে টাকার বিনিময় গোপনে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায় , গতকাল ৭ জুলাই শুক্রবার মুহাম্মাদিয়া ফাজিল মাদ্রাসায় বিকেলে প্রাপ্তি আবেদনসমূহ যাচাই বাছাই ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। সহকারী কাম কম্পিউটার সহকারী পদে প্রাপ্ত আবেদন এর দুটি তালিকায় ১৩ জনের নাম থাকলেও মোট ১১ জন অংশগ্রহণ করেন। তালিকায় যাচাই-বাছাইয়ে দুই জন অংশগ্রহণ না করার কারণ জানতে চাইলে মুহাম্মাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কোন উত্তর দিতে পারেননি। অভিযোগ রয়েছে গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম। গতকাল দুই জনকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নিজেদের মনোনিত প্রার্থীদের আবেদন গ্রহন করেন। নিয়োগের কাজ গোপনীয় ভাবে করায় তাদের নির্ধারিত প্রার্থীর বাইরে কোন চাকুরী প্রতাশী আবেদন করতে পারেনি।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মো: দিদার উল্লাহ বলেন, প্রতিষ্ঠান চালাতে হলে এ রকম অভিযোগ থাকে। তবে টাকাপয়সা লেনদেনের বিষয়টি আমার জানা নেই।
Leave a Reply