বিনোদন প্রতিবেদক :খান মেহেদী
চ্যানেল আইয়ের নিয়মিত সেলিব্রেটি শো 300 সেকেন্ডে এবার অতিথি হয়েছেন সুপার মডেল প্রিন্স, বর্তমান সময়ের টিভির শো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় শো হলো 300 সেকেন্ড, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি এক অন্যরকম টানটান উত্তেজনা সৃষ্টি করে, অনুষ্ঠানে ঘড়ির কাঁটার টিকটিক শব্দের সঙ্গে টানা পাঁচ মিনিট চলতে থাকে জয়ের প্রশ্নে তারকা’র উত্তর, এবার জয়ের সম্মুখীন হলেন প্রিন্স, এ প্রসঙ্গে প্রিন্স বলেন ” আমি শুরুতে নার্ভাস ছিলাম, জয় ভাই এর প্রশ্নের উত্তর দিতে পারব কিনা, পরে সব সামলে নিয়েছি”
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেহাঙ্গল বিপ্লব,
জানা গেছে শীঘ্রই প্রিন্সের পর্বটি প্রচার হবে,।